ওয়ালটন মিলিয়নিয়ার অফার!
দেশব্যাপী চলছে বহুল প্রতীক্ষিত ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২।
এই অফারে ওয়ালটন প্রোডাক্ট কিনে আপনিও হতে পারেন মিলিয়নিয়ার !! এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার! তাই দেরি না করে আজই ভিজিট করুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে।
ওয়ালটন প্রোডাক্ট সম্পর্কে জানতে ভিজিট করুনঃ
আপনার নিকটস্থ ওয়ালটন সেলস পয়েন্ট সম্পর্কে জানতে ভিজিট করুনঃ
শর্তাবলি:
* ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান (বিএলডিসি টেকনোলজির সকল মডেল) কিনে রেজিস্ট্রেশন করতে হবে।
* এই ক্যাম্পেইনটি নিরপেক্ষতার স্বার্থে সম্পূর্ণভাবে কম্পিউটারাইজড সিস্টেম দ্বারা পরিচালিত।
* ক্যাম্পেইনের আওতায় বিক্রিত পণ্যের ক্যাশমেমো, ওয়ারেন্টি কার্ড এবং রেজিস্ট্রেশন একই তারিখের হতে হবে। তারিখের ভিন্নতা থাকলে তা ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে না।
* ক্যাশ ভাউচার শুধুমাত্র ওয়ালটন পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ক্যাশ ভাউচার দ্বারা ক্রয়কৃত পণ্যের উপর পুনরায় অফার পেলে তা বাতিল হবে।
* নগদ টাকা প্রাপ্তির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত হারে উৎসে কর বাধ্যতামূলকভাবে কর্তন সাপেক্ষে অবশিষ্ট অংশ গ্রাহককে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে।
* কর্তৃপক্ষ যেকোনো সময় এই ক্যাম্পেইন পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
এ উদ্যোগ পণ্যের গবেষণা ও মানোন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণের প্রত্যয়ে।
প্রযুক্তিগত/নেটওয়ার্কজনিত কারণে SMS টি বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
এই অফারটি চলবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পবিত্র ঈদুল আজহা ২০২৫ পর্যন্ত।
এসির এক মাসের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়াবলি :
এসির ক্ষেত্রে ১ মাসের বিদ্যুৎ বিল ফ্রির জন্য ১ টন এসির ক্ষেত্রে ইনভার্না এক্সট্রিম সেভার, ১.৫ টন ও ২ টনের ক্ষেত্রে ইনভার্না সুপার সেভার মডেল টি বিবেচনা করা হবে।
এসির বিদ্যুৎ বিল হিসাব করতে যেসব বিষয়গুলো বিবেচনা করা হবে-
• ১ মাস = ৩০ দিন
• রুমের টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াস
• বাইরের টেম্পারেচার ৩৫ ডিগ্রি সেলসিয়াস
• প্রতিদিন এসির চলার সময় ৮ ঘন্টা
• রেসিডেনসিয়াল বিদ্যুৎ এর খরচ
• বাইরের টেম্পারেচার ৩৫ ডিগ্রি সেলসিয়াস
• রুমে মানুষের সংখ্যা ৪ জন
উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে ১ টন এসির জন্য বিদ্যুৎ বিল ৫৬৫ টাকা (৯৮.৭০ kWH), ১.৫ টন এসির জন্য ৭৬১ টাকা (১২৫.৮৫ kWH) এবং ২ টন এসির জন্য ১,১০১ টাকা (১৭৩.১০ kWH) ক্যাশব্যাক দেয়া হবে।
এসির এক বছরের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়াবলি
১ বছরের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরন করা হবে এবং যেহেতু এসি পুরো বছর জুড়ে চালানো হয় না তাই সেক্ষেত্রে ৮ মাসের হিসেব করে বিদ্যুৎ বিল ক্যাশব্যাক দেয়া হবে।
এই হিসেব অনুযায়ী ১ টন এসির জন্য বিদ্যুৎ বিল ৪,৫২১ টাকা (৭৮৯.৬০ kWH), ১.৫ টন এসির জন্য ৬,০৮৫ টাকা (১০০৬.৮ kWH) এবং ২ টন এসির জন্য ৮,৮০৭ টাকা (১৩৮৪.৮০ kWH) ক্যাশব্যাক দেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। বিদ্যুৎ বিল ক্যাশব্যাকের ক্ষেত্রে শুধুমাত্র এসির বিদ্যুৎ খরচ বিবেচিত হবে। বাসার অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বিবেচনা করা হবে না।
২। স্থান, কাল ও পরিবেশভেদে বিদ্যুৎ বিল/কিলোওয়াট পরিবর্তন হতে পারে।