আপনার রঙতুলি আর সৃজনশীল মন কি নতুন নতুন ক্যানভাস খুঁজে বেড়ায়? 

তবে আপনাকেই খুঁজছে ওয়ালটন। আপনার নান্দনিক সৃষ্টি বিশ্বময় ছড়িয়ে দিতেই ওয়ালটন আয়োজন করেছে "Color The Door" আর্ট কম্পিটিশন! 

নির্বাচিত সেরা ৩ জন ডিজাইনার পাবেন নিজের আঁকা নকশায় তৈরি একটি করে ওয়ালটন ফ্রিজ। তবে আর দেরি কেন? এখনই বসে যান রঙতুলি নিয়ে আর আপনার সৃষ্টি ছড়িয়ে দিন বিশ্বময়। 

নিয়মাবলি:

-  ডিজাইন সাবমিট করতে নিচের বাটনে ক্লিক করুন

-  উল্লিখিত লিংকে প্রবেশ করে আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর লিখে সাইন আপ করুন এবং লগ ইন (Login) করে ডিজাইনটি JPEG/PNG ফরম্যাটে আপলোড করুন।     

2D অথবা 3D মূল ছবিটি অবশ্যই Vector Format-এ হতে হবে। 

- এই প্রতিযোগিতায় সাবমিট করা সকল ডিজাইনের সর্বস্বত্ব ওয়ালটন কর্তৃক সংরক্ষিত থাকবে।

- প্রতিযোগিতার সময়সীমা : ২৬ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩১ অক্টোবর, ২০২০ পর্যন্ত।